আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনার কারণে নতুন আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনের সুযোগ নেই। সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে এসব কথা জানান।
এদিন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ সময় তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি সম্প্রতি সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে নতুন করে কিছু বলার সুযোগ নেই মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ইসি গঠনের ব্যাপারে সংবিধানে আইনের কথা বলা আছে, তা করবো না- সে কথা আমি বলছি না। তবে করোনা মহামারির কারণে আইন করে ইসি গঠন করা সম্ভব হবে না।
বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে জানিয়ে তিনি আরো বলেন, সবকিছু মিলিয়েই সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেটিই করা হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ