ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

দ্রুত নির্বাচন দেয়া না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৭

দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে সমসায়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বলেও মন্তব্য করেন অলি আহমদ। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দ্বায়িত্ব পালন করছে না।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। হাজার হাজার লোকের সমাগম হচ্ছে এই অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করতেও আহ্বান জানান এলডিপি সভাপতি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ