জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি জানান, এ আইন কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। আইন বাতিলে সরকারকে চিঠি দেয়া হবে।
তিনি আরও জানান, রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ঠেকাতে বিশেষ এলাকার বিশেষ ফর্ম করা হয়েছে। দীর্ঘসূত্রিতা দূর করে, ফর্মের ব্যবহার সহজ করতে কমিশন ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ