ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পাঠ্যবই হাতে পাবে: প্রেস সচিব

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১০

ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের সময়ে বই উৎসব হলেও সবার হাতে বই গিয়ে পৌঁছাতে সময় লাগতো ৩-৪ মাস। আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রতিবছরের মতো এবারও বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও তা হয়নি। অন্যবারের মতো শিক্ষাবর্ষের প্রথম দিনে এবার আর ‘বই উৎসব’ও হয়নি। সব শিক্ষার্থীও সব বই পায়নি। যারা পেয়েছে তারাও বছরের প্রথম দিনে সর্বোচ্চ তিনটি বই পেয়েছে। কারণ, ৪০ কোটির বেশি বই দরকার হলেও বছরের শেষ দিন পর্যন্ত ছাপা হয়েছিল মাত্র সাড়ে ৬ কোটি বই। সব উপজেলায় বই পাঠানোও সম্ভব হয়নি।

জনদুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতার বিষয়ে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সে বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্যরা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ