ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

৩ দিনের রিমান্ডে ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৫

ছাত্র-জনতার আন্দোলনের সময় উত্তরায় রউফ নামে এক যুবক হত্যা মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক জাকির হোসাইন এই আদেশ দেন।

এর আগে, শফিউল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন রিমান্ড আবেদন করা হয়। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে শফিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ