আবার আরও একটি তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশ। কনকনে শীতের সঙ্গে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অধিকাংশ অঞ্চলের জনপদ।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পর নতুন বছরের জানুয়ারিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু, সপ্তাহান্তে আবার শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ।
বুধবার ভোরে রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাত ১২টার পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তীব্র ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
শৈত্য প্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ।
ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল নাটোরবাসীও। দিনের বেলায় সূর্য্যের দেখা মিললেও হিমশিতল বাতাসে চরম দুর্ভোগে নিম্ন ও ছিন্নমূল মানুষ।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ