ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:২০

শীত এবার একটু দ্রুতই যেন চলে এসেছে। সারাদেশে ঠান্ডা বাতাসের সঙ্গে জেঁকে বসছে শীতের তীব্রতা। সেই সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ।

আজ আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।

আগামী কয়েকদিন কুয়াশার বিস্তার এবং হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়বে। পুরো জানুয়ারি জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আজ বুধবার সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। ঘন কুয়াশার কারণে বিমান, নদী পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা আরও বাড়বে। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ