ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫০

শীতে জবুথবু রাজধানীসহ সারাদেশ। এরই মধ্যে দেশের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

এছাড়া, ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে, এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

৪ জানুয়ারি (শনিবার) পর্যন্ত একই ধরনের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে, বিশেষত যাত্রা করার সময়ে কুয়াশা ও শীতের কারণে সড়ক ও আকাশপথে যাতায়াতে যাতে কোনো বিপত্তি না ঘটে তা নিশ্চিত করতে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ