শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ কোভিড-১৯ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে মালদ্বীপ।
দেশটির বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, বুধবার মালদ্বীপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
মালদ্বীপ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তরকৃত ওই ভ্যাকসিন ৮ অক্টোবর কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ