ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

'ভুল করে' তেলাপোকার বিষ খেয়ে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ২২:২০

রাজধানীর ফকিরাপুলের একটি বাসায় তেলাপোকা নিধনের বিষ খেয়ে মো. ইসমাইল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে তার বোন মিম (৪) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে।

বুধবার সকালে মতিঝিল থানার ফকিরাপুলের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু দুটি ফকিরাপুলের কোমরগলিতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।

শিশুটির মা পরীবানু বেগম এবং স্বজনরা জানান, বাসায় প্রচুর তেলাপোকা। তাই মঙ্গলবার তেলাপোকা নিধনের বিষ কিনে ঘরে রাখা হয়েছিল। বুধবার সকালে পরীবানু যখন কাজে ব্যস্ত ছিলেন, সে সময় ভাইবোন মিলে খেলা করতে করতে ঘরে রাখা তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাদেরকে দ্রুত ঢামেক হাসপাতাল নিয়ে ভর্তি করান। ভর্তির পর বিকাল সাড়ে চারটায় চিকিৎসকরা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। তার বোন মিম চিকিৎসাধীন রয়েছে।

মৃত ইসমাইল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া গ্রামের মো. জোবায়েরের ছেলে। তিন ছেলে এক মেয়ের মধ্যে ইসমাইল ছিল সবার ছোট।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ