ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

আরও ২ শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে   

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ২১:৪৪

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে তুলনামূলক। তবে একই সময়ে বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। বর্ষার শুরু থেকে এটি এখন অসহনীয় পর্যায়ে ঠেকেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। আর মৃত্যু হয়েছে ৭৩ জনের।

সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরো ২০৩ জন। আগের দিনের চেয়ে রোগী বেড়েছে ৬ জন। ভর্তি রোগীদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন রোগী। ডেঙ্গু আক্রান্তের এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি মাসের ৬ দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৯ জন। আর মারা গেছেন ৬ জন। গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জনের বেশি।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৬৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২০ জন। অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ১৪৩ জন। নতুন ভর্তি হওয়া ২০৩ জনের মধ্য রাজধানীতে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩৩ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮ হাজার ৪০০ জন। আর চলতি বছরে মারা গেছেন ৭৩ জন। সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর সেপ্টেম্বরে ২১ জন, আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের সাত মাসে মারা যায় ১২ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ