ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

‘জুলাই প্রক্লেইমেশন’ নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্যবিরোধী আন্দোলন

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

জুলাই প্রক্লেইমেশন অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। যা নিয়ে সৃষ্টি হয় তুমুল আলোচনা। কী হতে যাচ্ছে তা নিয়ে চলে নানান গবেষণা। তবে, আজ অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে বিষয়টি পরিস্কার করতে পারে বৈষম্যবিরোধীরা।

এর আগে শনিবার চলতি মাসের ৩১ তারিখকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করে আলোচনা সৃষ্টি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

পরে জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ