ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থী উদ্ধার

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ১৭:২০

একসঙ্গে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন রাজধানীর পল্লবী থেকে। অবশেষে নিখোঁজের ৫ দিন পর আব্দুল্লাহপুর থেকে তাদের উদ্ধার করেছে র‌্যাব।

র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহজাবিন নামের এক নারী তাদের প্ররোচিত করেছে বলে দাবি করেছে উদ্ধারকৃত শিক্ষার্থীরা। তাদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি -ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ওই তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা। এরপর থেকেই তারা নিখোঁজ। বাসা থেকে যাওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়ে যায়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ