ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্গাপূজায় মানতে হবে যেসব বিধিনিষেধ

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ১৬:৫৪ | আপডেট: ০৬ অক্টোবর ২০২১, ১৬:৫৮

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র ছয়দিন বাকি। এ সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে পূজার সময় রাজধানীতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে বেশি কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোহিত বা ঠাকুর এবং মণ্ডপে উপস্থিত পূজারীদের অবশ্যই মাস্ক পরতে হবে। দুর্গাপূজা যেসব মন্দিরে উদযাপিত হবে সেসব মন্দিরের প্রবেশ পথে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে মণ্ডপের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার বসানো যেতে পারে।

রাজধানী ঢাকার ঢাকাশ্বেরী মন্দির, জয়কালী মন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির এবং রমনা কালী মন্দিরসহ বড় বড় মন্দিরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা করতে হবে। প্রতিমা বিসর্জনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে। যেসব মণ্ডপের পাশে মসজিদ আছে, আজান ও নামাজের সময় সে মণ্ডপগুলোতে পূজা চলাকালে ও বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে এবং উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করা যাচ্ছে।

সব ধরনের ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা, মাঙ্গলিক কার্যাদি এবং প্রতিমা বিসর্জনসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রতিপালন করা যাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। করোনার সংক্রমণ প্রতিরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ