চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, আজ সকাল ৬টা শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তাপমাত্রা পাওয়া যায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। এখন থেকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে থাকবে বলে জানান তিনি।
শীতের তীব্রতা বাড়ায় জেলার চা বাগান ও হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষরা পরেছেন বিপাকে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এবছর ১০ হাজার কম্বল ও দুই দফায় ২১ লাখ ও সাড়ে ২৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এগুলো বিতরণ শুরু হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ