ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

‘গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার’

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩

গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার উল্লেখ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউনহল মুক্তমঞ্চে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহালতবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ।

যেমন জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই এই ব্যবস্থা বদল করতে আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের ঐ্যক্যবদ্ধ থাকতে হবে। এটাই মূল বার্তা।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের পাহারাদার শক্তিশালী দরকার। গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে রেখে দেয়া হলো ওটা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ