ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শীতের মধ্যেই তিন বিভাগে বৃষ্টির আভাস

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে। সাথে রয়েছে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃষ্টির ফলে রাতের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে- আজকে ঢাকাসহ দেশের দক্ষিণের বিভাগ খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা কমে আসবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মেঘলাসহ শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে বলেও এতে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা কমতে পারে।

আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় দেশের সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বরিশাল ও ভোলাসহ দেশের কয়েক স্থানে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ