র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল।
মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
মেধাবী, সৎ ও চৌকষ কর্মকর্তা হিসেবে পরিচিত খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র্যাবে যোগ দেন। একই বছরের ১৪ নভেম্বর র্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ