ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশকে ছিনতাই শূন্যের কোটায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে, দিবসগুলো ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দুই উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, সে চেষ্টা করতে হবে।

তিনি জানান, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি, তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, এবার সেভাবেই হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর যারা আত্মগোপনে আছে, যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে এবং যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাদের গ্রেফতার অভিযান আরেও বিস্তৃত করতে নির্দেশ দেয়া হয়েছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ