পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।’ তিনি বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করেন যে, যদি অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা বিষয়ে দ্রুত স্বস্তি না দেয়া যায়, তাহলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার।
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্তে সাকিব আল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর, সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ