ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ, থানায় জিডি

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩০

স্টাইলিশ গার্মেন্টের চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যাও মানহানিকর সংবাদ প্রচারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ করেছেন ভুক্তভোগী সালাউদ্দিন চৌধুরী।

এ ঘটনায় গত ৬ ডিসেম্বর গাজীপুর মহানগরের বাসনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর-৩৫০।

অভিযোগে সূত্রে জানা যায় কিছুদিন আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে পারিবারিক বিষয় সামনে রেখে সালাউদ্দিন চৌধুরীর পরিবার ও ব্যক্তিগত চরিত্র হরণের অপচেষ্টা করা হয়েছে। এমনকি প্রতিবেদনে তার ৬ বছরের শিশু সন্তানের ছবিও ব‍্যবহার করা হয়েছে।

এ বিষয়ে সালাউদ্দিন চৌধুরী জানান, দেশের ও মানুষের কল্যাণে তিনি ও তার পরিবার নিয়ে দল-মত-ধর্ম মতভেদ ভুলে কাজ করে যাচ্ছেন।

দেশের বর্তমান ক্রান্তিকালে সরকারের পাশে থেকে তারা দেশের অথনীতির ও কর্মসংস্থানের জন্য ব‍্যাপক ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান কিছু অনলাইন পোর্টাল একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে আমাকে, আমার পরিবারকে ও শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করতে মনগড়া রিপোর্ট করে ফায়দা লুটার চেষ্টা করেছে।

এ ঘটনায় মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন‍্য দুঃখ প্রকাশ করে অনিবন্ধিত নিউজ পোর্টালটি তাদের পেইজে একটি বিবৃতি দিয়েছে। এডিট করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ