শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেয়া হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল । তিনি বলেন, দেশে ট্যাগের রাজনীতি এখনও বন্ধ হয়নি, যা দুঃখজনক।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় যাদুঘরে আয়োজিত বঙ্গীয় সাহিত্য সভায় তিনি এমন মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, একটা সময় লেখা ও বলার স্বাধীনতা ছিল না। টকশোতে কথা বললে ভয়ে থাকতে হতো। শেখ হাসিনা, ভারতসহ কয়েকটি ইস্যুতে কিছুই বলা যেত না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শতশত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ।
এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণঅভ্যুত্থানে নিহতের রক্তের সাথে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ