ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রেল যেন অবৈধ আয়ের মেশিন: কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু কর্মীরা

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

প্রতিটি যাত্রীবাহী ট্রেন এখন অসাধু রেলকর্মীদের অবৈধ আয়ের উৎসে পরিণত হয়েছে। নিয়মিত টিকিটধারী যাত্রীদের অসুবিধায় ফেলে টিকিটবিহীন যাত্রীদের উঠিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এতে যাত্রীসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।

সম্প্রতি চট্টগ্রাম মেইল আন্তঃনগর ট্রেনের খাবার কেবিনে সরেজমিনে এই অনিয়মের চিত্র উঠে আসে। সেখানে দেখা যায়, কোনো নিয়ম না মেনে খাবার কেবিনে টিকিটবিহীন যাত্রীদের উঠানো হয়েছে।

এক যাত্রী অভিযোগ করেন, খাবারের বগির দায়িত্বে থাকা ম্যানেজার ফরিদ জনপ্রতি ২০০ টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রীদের উঠিয়েছেন। “আমার কাছ থেকে পাঁচজনের জন্য ১০০০ টাকা নেওয়া হয়েছে।তারা আরো বলেন, খাবারের বগিতে যারা কাজ করেন, তারাই এই টাকা নেন ।”

এভাবে প্রতিদিন অবৈধ টাকা অসাধু রেলকর্মীদের পকেটে যাচ্ছে। তেমনি যাত্রীরাও হচ্ছেন ভোগান্তির শিকার।

রেল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এই অনিয়মের শেকড় গভীর। মাঠপর্যায়ের কর্মীদের পাশাপাশি কিছু উচ্চপদস্থ কর্মকর্তারাও এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অবৈধ আয় রোধে এবং যাত্রীসেবার মানোন্নয়নে রেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন যাত্রী ও বিশ্লেষকরা। অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে রেল ব্যবস্থাপনা নিয়ে জনগণের আস্থা আরও কমে যাবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ