জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সারজিস।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ