মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনা হবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ১০ থেকে ১২ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টার কনফারেন্সে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর সকল তথ্য-উপাত্ত যাচাই করা হবে। এর ফলে ব্যাংকগুলো থেকে কারা অর্থ নিয়ে গেছে তা বের হয়ে আসবে। এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপ ও আমেরিকার কাছ থেকে রাজনৈতিক সাহায্য নেয়া হবে। এ সময় আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তাছাড়া, নির্বাচিত সরকারের জন্য একটি ভারসাম্যপূূর্ণ অর্থনীতি রেখে যেতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ