ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নয়াপল্টন থেকে আগরতলা: বিএনপির তিন সংগঠনের লং মার্চ শুরু

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:২০

আগরতলার অভিমুখে আখাউড়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এরপর সকাল ৯টায় যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর।

লংমার্চের প্রেক্ষাপট: লংমার্চের মাধ্যমে ভারত সরকারের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত ‘তথ্য সন্ত্রাস’ বন্ধের দাবি জানানো হবে।

লংমার্চের রুট: লংমার্চটি নয়াপল্টন থেকে শুরু হয়ে পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। সেখান থেকে সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা, গাউছিয়া, চনপাড়া, মাধবদী, পাঁচদোনা, সাহেপ্রতাব, ভেলানগর, ইটখোলা, মারজাল, বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে।

সমাবেশ ও সমাপ্তি : ভৈরব পৌঁছে পথসভা করার পর লংমার্চ আখাউড়া স্থলবন্দর অভিমুখে যাত্রা করবে। আখাউড়ায় পৌঁছে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

এর আগে, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ