ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২১, ২১:৫০

এবার ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজাদ রহমান জানান, রাজধানী দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে গতকাল সোমবার নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম।

এর আগে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সিআইডি জানায়, ইভ্যালি, ই-অরেঞ্জ, রিং আইডিসহ বেশ কিছু ই-কমার্স সাইটের মতো গ্রাহকদের টাকা আত্মসাতের জন্য পরিকল্পনা সাজিয়েছিল নিরাপদ ডটকম। প্রতারণায় জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ই-কমার্সভিত্তিক আরও কিছু প্রতিষ্ঠান নজরদারিতে আছে।

গত শুক্রবার রাজধানীর গুলশান এলাকা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে সিআইডি। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, নিরাপদ ডকটম ছাড়াও সিআইডি গত দুই সপ্তাহে ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি, এসপিসির শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে। বর্তমানে সিআইডি মানিলন্ডারিং ও প্রতারণার ছয়টি মামলা তদন্ত করছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ