ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করা হচ্ছে: খন্দকার মোশাররফ

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫

আজকে ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এ সরকারকে ব্যর্থ করার জন্য যতরকমের ষড়যন্ত্র আছে, সবগুলো করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ড. মোশাররফ এ সব কথা বলেন। তিনি জানান, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহবান জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।

ডাকসু'র সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ