প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানা সূত্রে এ তথ্য জানা যায়। একটি প্রতারণার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাস বলেন, আদালতে দায়ের করা একটি মামলায় পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি প্রতারণার। গ্রেফতারের পর নিয়মানুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।
তবে মামলায় কী অভিযোগ করা হয়েছে সে ব্যপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এর আগে গত রোববার জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি দিয়ে ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই দুইজন হলেন- এবি ব্যাংকের এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আবদুর রহিম ও ভিপি শহিদুল ইসলাম।
গত ৮ জুন দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ