ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০০

গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা (বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্মেলন) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৯টা ২০ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন শুরা-ই-নেজামের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এদিকে পাঁচ দিনে এই ইজতেমায় অংশ নেওয়া চার মুসল্লি মারা গেছেন।

তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা যুবায়ের অনুসারীদের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে এ ইজতেমা শুরু হয়।

এর আগে, ভারতের মাওলানা আব্দুর রহমান দিকনির্দেশনা মূলক বয়ান করেন। ফজরের নামাজের পর থেকে হেদায়তি বয়ান হয়। যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বয়ান করেন। সাথে সাথে বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন। পরে নসীহত মূলক বক্তব্য পেশ করেন- ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের বাংলাদেশ। নসিহত মূলক বয়ানের পরপরই দোয়া পরিচালনা করেন ভারতেন মাওলানা ইব্রাহিম দেওলা।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, এই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ