ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

মিরপুর থেকে নিখোঁজ ৪ শিশুর সবাই উদ্ধার

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২১, ১৫:৪২

গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে কলম কিনতে বের হয়ে নিখোঁজ হন জাকিয়া ও জামিয়া পল্লবী। ৩ অক্টোবর জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হন রোদসী স্টেলা ও মেরিনা।

নিখোঁজ হওয়া ৪ শিশুর সবাইকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে নেত্রকোণা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হন ৩ অক্টোবর।

নিখোঁজ শিশুদের কোথায় কীভাবে নেওয়া হয়েছিল তারা কীভাবে নিখোঁজ হয়ে ছিলেন এসব জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ