ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক ক‍্যাম্পেইন চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

কোনও ধরনের কোনও সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না, কেউ চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে একটা বৈশ্বিক ক‍্যাম্পেইন চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ বিষয়ে অপপ্রচার ইস্যুতে সোমবার (২ ডিসেম্বর) বিদেশি কূটনৈতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফ্রিং শেষে উপদেষ্টা এ অভিযোগ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ, সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হলো আজ।

ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনও আক্রমণের শিকার হবে না, সেটি নিশ্চিত করেছে সরকার, আর তা করা হবেও— ব্রিফিংয়ে কূটনীতিকদের তা জানানো হয় বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বৃটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সাথে কথা বলবে ঢাকা।

কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন। জানিয়েছেন, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।

ঢাকা -দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের আগের ও পরের সরকারে পার্থক‍্য আছে। এটার সাথে অভিযোজনে কোনও দেশের সময় লাগতে পারে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ