ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৪, ২১:০৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। ফলে সোলার প্লান্ট তৈরিতে রেলসহ বিভিন্ন সরকারি সংস্থার পড়ে থাকা জমি কাজে লাগানো হবে।শনিবার (৩০ নভেম্বর) নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে দেশীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ইনডেমনিটির আওতায় যেসব সোলার বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে।

বেসরকারি খাতের বিদ্যুৎ পিডিবির কাছে বিক্রির বাধ্যবাধকতা থাকছে না জানিয়ে তিনি বলেন, সরকারি বিতরণ কোম্পানিগুলোকে হুইলিং চার্জ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ৩৭টি সৌর বিদ্যুৎকেন্দ্র তৈরিতে উন্মুক্ত টেন্ডার করার সিদ্ধান্ত ইতিবাচক। এটি করা হলে আগের চেয়ে কম দামে বিদ্যুৎ পাওয়া যেতে পারে বলে জানান তিনি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ