ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সাথে একমত জামায়াত

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৪, ২১:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ২১:৫০

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই যাতে এক থাকতে পারি, সে বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সব রাজনৈতিক দল একমত।

বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলে তিনি।

তিনি বলেন, শুধু ইসকন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাকারীদের চিহ্নত করে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলার বজায় রেখে কীভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তাছাড়া, রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে বাজারকে অস্থিতিশীল না করতে না পারে সেদিকে খেয়াল রাখতে সরকারকে আহ্বান জানানো হয়েছে। এ সময় ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ