ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৪

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে গত ১৯ নভেম্বর হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, 'ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনের প্রস্তুতি চলছে। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হবে। এছাড়াও এ বিষয়ে যৌক্তিক আদেশ চাওয়া হবে, যাতে করে নিম্ন আয়ের মানুষদের ভোগান্তির শিকার হতে না হয়।'

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলীর হাইকোর্টে দায়েরকৃত রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত এ আদেশ দেন।

আদালত স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা পুলিশ কমিশনার, ঢাকা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, গত বৃহস্পতিবারের মতো আজ রোববারও ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক সড়কে নেমে বিক্ষোভ করছেন। সকাল পৌনে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ