ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৪, ১২:০৪

ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান (সিইসি) করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। যার মধ্যে আছেন চারজন নির্বাচন কমিশনার।

রোববার (২৪ নভেম্বর) নবনিযুক্ত সিইসিসহ চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওইদিন দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নবনিযুক্ত ৪ কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে নিয়োগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) গঠন আইনে দ্বিতীয়বারের মতো নতুন এ নির্বাচন কমিশন গঠন করা হলো।

এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার আগামী রবিবার দুপুর দেড়টায় প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হবে।

বিতর্কের মুখে সরলেন গেটজ, পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্পবিতর্কের মুখে সরলেন গেটজ, পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প

এর আগে যে ১৩ জন প্রধান নির্বাচন কমিশনার এবং ৩১ জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের অধিকাংশই নাসির উদ্দীনের মতো অবসরপ্রাপ্ত আমলা। এবার নিয়ে টানা পঞ্চমবার প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেলেন সাবেক সচিব, যার শুরু হয়েছিল এটিএম শামসুল হুদার মাধ্যমে। শামসুল হুদার আগের কমিশনে একজন বিচারক থাকলেও তার আগে ছিলেন আমলা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দীন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ