ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪০ টাকা দরে টিসিবির আলু বিক্রি শুরু

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৪, ১২:১১

ঢাকা মহানগরী ও চট্টগ্রামে টিসিবির ট্রাকসেলের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করছে সরকার। এ কার্যক্রমের আওতায় আজ থেকে রাজধানীর বাসিন্দারা এ সুবিধা পাবেন। তবে একজন কিনতে পারবেন সর্বোচ্চ ৩ কেজি।

আজ (২০ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন কারওয়ান বাজার থেকে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে আমদানি পণ্যে শুল্ক কমানোয় ক্রেতারা স্বস্তি পাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডের বাইরে আরও সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের।

টিসিবির ৫৯০ টাকার প‍্যাকেজে তিন কেজি আলু ছাড়াও ৫ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার তেল দেয়া হচ্ছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ