সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে শোক জানিয়ে কাল রোববার সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে চালু থাকবে প্রশাসনিক কার্যক্রম। আজ শনিবার এক বার্তায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এর আগে ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান ফজলুল করিম। তাঁর জানাজা বাদ জোহর সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ফজলুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ।
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বারে ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।
হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন ১৯৯২ সালের ১ নভেম্বর। এরপর ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেননয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ