ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

সড়কে দুই ভাইসহ প্রাণ গেল ১১ জনের     

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ২৩:০০

গাজীপুরের ভোগড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এছাড়া নীলফামারীতে পথচারী, ঝিনাইদহে যুবক, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই ভাই, পাবনায় বৃদ্ধা, মির্জাপুরে সিএনজিচালক, সিলেটে নারী, রাজবাড়ীতে দুইজন ও নেত্রকোনায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর -

গাজীপুর : নগরীর ভোগড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি আটক করে তাতে অগ্নিসংযোগ করেন শ্রমিকেরা। পাশাপাশি আরো কয়েকটি যানবাহনের কাচ ভাংচুর করেন তারা। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মাসুদুর রহমান জানান, ওই শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিহত শ্রমিকের নাম ফারুক হোসেন (১৯)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মণ্ডলসেন এলাকার আবদুল মালেকের ছেলে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা আটক করা বাসে অগ্নিসংযোগ করেন। একই সময়ে শ্রমিকেরা কারখানার সামনের মহাসড়কে বিক্ষোভ করে ১০-১২টি যানবাহনের কাচ ভাংচুর করেন।

নীলফামারী : সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় উপজেলার চিকলী এলাকায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমিনুর রহমান (৭০)। তার বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায়। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। পুলিশ জানায়, পথচারী আমিনুর রহমান চিকলী এলাকায় সড়ক পার হওয়ার সময় সৈয়দপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঝিনাইদহ : শৈলকুপায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আকাশ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে লাঙ্গলবাধের বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকাশ শৈলকুপা উপজেলার কাতলাগাড়ীর চর চরবাখবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, লাঙ্গলবাধের বন্দেখালী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মারাত্মকভাবে জখম হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরো এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হলো। তারা দু’জনই মাছ ব্যবসায়ী ছিলেন।

মারা যাওয়া ব্যক্তির নাম টুন্টু দাশ (৪২)। সকালে দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যাওয়া রতন দাশের ছোট ভাই তিনি। নিহত টুন্টু ও রতন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাশের ছেলে। এ ঘটনায় আহত দু’জন হলেন অটোরিকশাচালক একই ইউনিয়নের চন্দ্রঘোনা খন্দকারপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে আবদুল করিম (৫০) ও আধুরপাড়া গ্রামের এখলাস মিয়ার ছেলে আবদুল গফুর (৫০)।

পাবনা : ভাঙ্গুড়ায় শ্যালো ইঞ্জিনচালিত অটোভ্যানচাপায় নুরজাহান বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

সোমবার সকালে ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী।

নিহতের ছেলে শামীম হোসেন বলেন, আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি অটো ভ্যানের নিচে তিনি পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মির্জাপুর : সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাজ্জাত হোসেন (২৫) নামে চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম দেওহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাত উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামের আমিন মিয়ার ছেলে।

সাজ্জাত ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। পুলিশ জানায়, সাজ্জাত তার অটোরিকশাযোগে বেকারির তৈরি মালামাল বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববার বিকেলে উপজেলার গোড়াই এলাকায় মালামাল বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে উল্টে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

সিলেট : সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক নারী। রোববার বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।

নিহত নারীর নাম সাথী রানী দেবী (৫৫)। তিনি সিলেটের শাহপরাণ থানাধীন উত্তর বালুচরের ফোকাস আবাসিক এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা ছিলেন।

সিলেট মহানগর পুলিশ জানায়, সাথী রানী দেবী রবিবার বিকেল সোয়া ৫টায় নিজের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আম্বরখানা পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় সিসিকের ময়লাবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে শাহী ঈদগাহ-টিলাগড় সড়ক থেকে এসে বিমানবন্দর সড়কে ঢুকতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো সাথী রানী দেবীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা সিসিকের ট্রাকচালক রিপন করকে (৪০) আটক করেন।

রাজবাড়ী : পাংশায় ট্রেনে কাটা পড়ে মোমেনা বেগম (৫৫) নামে এক নারী ও রুকাইয়া (২) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে দাদি ও নাতনি। সোমবার দুপুরের দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া সেনের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী ও রুকাইয়া একই গ্রামের মুকুল প্রামাণিকের মেয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার হাবাসপুর ইউনিয়নের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা তার নাতনি রুকাইয়াকে নিয়ে বাবুপাড়ার বালিয়াপাড়া গ্রামে আত্মীয়ের লাশ দেখতে যান। লাশ দেখে বাড়ি ফেরার পথে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বালিয়াপাড়ায় ব্রিজের পাশে রেললাইনের উপর দিয়ে পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নেত্রকোনা : দুর্গাপুরে বালুবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই মোটরসাইকেলের চালক মো. আল আমিন মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ সময় মো. ইরাজ মিয়া (৪০) ও খোকন মিয়া (৩২) নামের মোটরসাইকেলটির অপর দুই আরোহী গুরুতর আহত হন।

সোমবার বিকেল চারটার দিকে উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মো. ছোট আবুর ছেলে। আহত দুজনের বাড়িও ওই এলাকায়। দুর্গাপুর থেকে মোটরসাইকেলে করে আল আমিন, ইরাজ আলী ও খোকন মিয়া বাড়ি যাচ্ছিলেন। পথে বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ