ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

মিরপুর থেকে ২ কিশোরী নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ২২:৫৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১, ০০:০৩

রাজধানীর মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং থেকে গৃহকর্মীসহ দুই কিশোরী নিখোঁজ হয়েছে। তারা হলো স্কুলছাত্রী রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

পুলিশ জানায়, গত রোববার মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং এলাকায় বিকেল ৪টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে রোদেশীর পরিবার। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত মেরিলা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ