উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এর আগে দাবি অনুযায়ী উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নেন তারা।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।
চার উপদেষ্টা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। বৃহস্পতিবার দুপুরে তারা সচিবালয়ে বৈঠকে বসবেন বলে জানান।
উপদেষ্টাদের আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা।
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত সবার সুচিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা।
আসিফ নজরুল বলেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কাজটি করতে পারিনি। আগামী ২টায় আসেন, আমরা একটা কমপ্লিট রূপরেখা দেব। একটা লিখিত দেব।এদিকে বিকেলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান। তিনি আহতদের সুচিকিৎসা ও প্রয়োজনে বিদেশে নেওয়ার আশ্বাস দেন। তবে বিক্ষোভকারীদের হইচইয়ের মুখে স্নিগ্ধ কথা শেষ করতে পারেননি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ