মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি হয়েছে। দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের সমান। অর্থাৎ আগের ২৪ ঘণ্টায়ও ১৮ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে। সাম্প্রতিক সময়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭৯৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৬১৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে। একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ