রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় চাপ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি আমার বক্তব্যে জোর দিয়ে বিষয়টা উল্লেখ করেছি। আশাকরি, প্রত্যাবাসনের ক্ষেত্রে এটি চাপ সৃষ্টি করতে সক্ষম হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের সফরটি অনেক ব্যস্ত কেটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল সভায় অংশগ্রহণসহ মোট ১০টি সভা ও ৮টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছি আমি। প্রায় সবগুলো বৈঠকেই রোহিঙ্গা সংকট এবং করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনার তালিকায় আরও ছিল- নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, মাহামারি থেকে টেকসই উত্তরণ, পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ, বর্ণবাদসহ নানা কিছু। প্রসঙ্গত, জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। গত ১ অক্টোবর ফিরে এসে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ