ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শপথ নিলেন তিন উপদেষ্টা

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১৯:৪১

বাড়লো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার। নতুন করে আজ রোববার (১০ নভেম্বর) শপথ নিলেন তিনজন উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেয়া উপদেষ্টারা হলেন, ব্যবসায়ী ও আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এর আগে, দুই দফায় অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন ২১ জন। আজ তিনজনের শপথের মধ্যদিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টাদের এখনও দফতর বন্টন করা হয়নি। তারা দায়িত্ব নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ