ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেখা না দিলে বন্ধু, কথা কইও না! হাসনাতের ভিডিও বার্তা

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১৩:৪১

ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে ১৬ মিনিটের লাইভে তিনি আরও বলেন, ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে। ওদের কমেন্টের প্যাটার্ন দেখলে যে কেউ বুঝবে ওরা মুর্খ। ওরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যে একটা কমেন্ট লিখবে সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।

‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ শিরোনামে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ) আজ দেশের বাইরে বসে বসে দেশের বিরুদ্ধে প্লান করতেছেন। আপনারা একটা কাজ করেন আজ একটা মিনিটের জন্য হলেও দেখা দিয়েন। আমাদের দেশের মানুষ আপনাদের একটু দেখতে চায়।

তিনি আরও বলেন, আপনি (শেখ হাসিনা) দেশের বাহিরে বসে ভয় দেখাচ্ছেন। আপনি কি ভুলে গেছেন, আপনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আপনি তো সবাইকে মাঠে নেমে দিয়েছিলেন ছাত্র-জনতার বিরুদ্ধে। কিন্তু পারেননি তো।

এছাড়া আওয়ামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরে হাসনাত বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। এটা তাদের বুঝতে হবে। শেখ হাসিনা নেতাকর্মীদের কী হবে, তারা কীভাবে থাকবে সেটা না ভেবে পালিয়ে গেছে।’

তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বের হও তোরা, ছাত্র-জনতা প্রস্তুত আছে।’

শহীদ নূর হোসেনের স্মরণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর পুলিশে দেয়া হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ