ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিশুদের টিকার বিষয় পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ১৭:০৫

শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার, ৪ অক্টোবর, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে সভাপতিত্ব করেন বলেও জানান তিনি। অপরদিকে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, বৈঠকের পরিচিতি পর্বেই টিকার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে, আমরা তো ১৮ বছর পর্যন্ত টিকা দিচ্ছি, ১৮ বছরের কম বয়সীদের দেওয়া যায় কি না— সেটা এক্সপ্লোর করা দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়কে টেকনিক্যাল বিষয় দেখতে হবে।

এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে আবাসিক হলগুলো বন্ধ আছে। তাই এগুলোর সংস্কার করা প্রয়োজন। মূলত সে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছেন।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে করোনা পরিস্থিতির আর অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ