ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাল বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৪, ২০:৫০

উন্নত চিকিৎসার জন্য আপাতত দেশের বাইরে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কবে নাগাদ দেশের বাইরে যাবেন তারও কোনো শিডিউল নেই বিএনপির কাছে। এর আগে গত ২৯ অক্টোবর খালেদা জিয়ার চিকিৎসক বোর্ড এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে প্রথমে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে চিকিৎসার জন্য অন্য একটি দেশে নেওয়া হবে।

বিএনপি প্রধান খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কবে নাগাদ যাবেন তার কোনো শিডিউল এখনো পাওয়া যায়নি। তবে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ৭ জন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে। তাঁর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ তাঁকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার কথা থাকলেও শুক্রবার যাচ্ছেন না তিনি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন নয়া শতাব্দীকে বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোন শিডিউল এখন ঠিক হয়নি। খালেদা জিয়া ৮ নভেম্বর চিকিৎসার জন্য বিদেশ যাবেন বলে যেই নিউজ হয়েছে তা ভুয়া। যখন তার বিদেশে যাওয়ার কোন শিডিউল ঠিক হবে তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে মিডিয়াকে জানানো হবে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ