সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি না মানলে জেলা টু ঢাকা লংমার্চ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা জানান ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান।
দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতীতের সরকার আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? চ্যালেঞ্জ ছুড়তে পারি যুক্তির বিষয়ে। আমরা রাজপথে থাকবো। রাজপথে না রেখে পড়ার টেবিলে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
ওই কমিটি সাত কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে প্রেরণ করেন। এরপর গত ২৪ অক্টোবর চাকরিতে বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করতে দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গত ৩১ অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএস-এ ৪ বার অংশগ্রহণ এর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যেটিকে শিক্ষার্থীদের সাথে প্রহসন বলে মন্তব্য করেন তিনি।
যেহেতু সরকার বিসিএস এর ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাই তারা আশা করছেন পরবর্তী মিটিং-এ চাকরিতে প্রবেশের বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করবেন। এসময় সরকারকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়ে ৩৫ এর প্রজ্ঞাপন জারির অনুরোধ করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের এই আহ্বায়ক।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ