ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: নোয়াখালীর সেই মামলার রায় আজ 

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ০২:৪৬

২০২০ সালে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ এবং সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার মামলার রায় ঘোষণা করা হবে আজ।

সোমবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হয়েছে।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট পরিদর্শক শাহ আলম।

আদালত সূত্রে জানা গেছে, আসামি দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদিন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করবেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশিদ লাবলু বলেন, আলোচিত এ মামলায় আদালতে সাক্ষী, জেরা ও জবানবন্দি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন ও আসামিপক্ষে তিনজন সাফাই সাক্ষী দিয়েছেন। আদালত দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমি মনে করি।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে ১৮ আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলায় বাদীপক্ষের কৌসুঁলি ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল। উভয়েই আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ