নভেম্বরের পাঁচ দিন কাটলেও এখনও ভ্যাপসা গরমে অস্বস্তি কাটেনি। বেলা বাড়লে রোদের তেজে গরম সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আছে। এরই মধ্যে চার জেলায় এরই মধ্যে চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। এখন প্রশ্ন হল শীত ঢুকবে কবে?
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। আগামী দু'দিনে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ